STORYMIRROR

Sk Mahatab Ali

Others

4  

Sk Mahatab Ali

Others

কল্যান স্যার

কল্যান স্যার

1 min
260

   কল্যান স্যার আরাম কেদারায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে ছিলেন। মনটা বিষন্ন।

  স্ত্রী মিতালী এসে বললেন,'খাবার দিয়েছি।'

  চোখ বন্ধ রেখেই বললেন,'তোমরা খেয়ে নাও।

আমি আজকে খাবো না।'

  'কেন,কি হয়েছে? শরীর খারাপ লাগছে নাকি?'

  'নাহ্! ঠিক আছি। খেতে ভাল লাগছে না।'

  মিতালী হতভম্ব। শরীর ঠিক আছে তো খাবে না কেন? ভাল লাগছে না! আশ্চর্য!

  আসলে স্কুল থেকে কল্যান স্যারের মনটা খারাপ হয়ে আছে।

 একটি ছাত্রকে বেয়াদপি করার জন্য খুব মেরেছেন আজকে। ছাত্রদের মারেন না তিনি। কিন্তু, আজকে বেয়াদপি চরমে ওঠার জন্য খুব জোরে রেগে গিয়েছিলেন এবং শায়েস্তা করার জন্য বেশ কয়েক ঘা ধরিয়েছেন ছাত্রটিকে। সেই থেকেই মনটা বড় বিষন্ন।এই ছেলেগুলোর ভবিষ্যত কি হবে ভেবে বড় উদ্বিগ্ন।

 ছেলেটিকে যখন মারছিলেন তখন বড় কষ্ট হচ্ছিল নিজের। কিন্তু, তার ভবিষ্যৎ ভেবে...

 'ভাল লাগছে না বলে খাবে না! আশ্চর্য!'

 'তুমি বুঝবেনা মিতালী।যাও, আমাকে একটু একা থাকতে দাও।'

  


Rate this content
Log in