Suroshri Paul

Drama


3  

Suroshri Paul

Drama


প্রিয় মাস্টারমশাই

প্রিয় মাস্টারমশাই

1 min 10.4K 1 min 10.4K

"স্যার, কোথায় যাচ্ছ ? অঙক করালেনা তো আজকেও একটা!"

"স্যার উত্তর দিচ্ছনা যে?পরীক্ষা তো চলে এলো, আর আজ যে বকলেওনা একবার??"

টিনটিন দেখলো তার অঙ্কের মাস্টারমশাই দূরে কোথায় হেঁটে চলে যাচ্ছে , সে হাত বাড়িয়ে ডাকছে, কিন্তু কোথাও কোনো সারা নেই। সে শুধু শুনতে পাচ্ছে তার মাস্টারমশায়ের বলা শেষ কথা টা, "আমার নাম টা রাখিস রে, এবার কিন্তু এক্শ তে একশই চাই, তুই ঠিকই পারবি।"

হঠাৎ ঘুমটা ভেঙে গেল তার, সে তার ঘরে একা, বড্ডো ঘামছে। ঝড়ের গতিতে সে যেন তার স্মৃতিশক্তি ফিরে পেল, তার যে পরীক্ষা শেষ! আর যে তার সেই ছোট্ট ঘরটাতে বসে বন্ধুদের সাথে অংক করা হবেনা,হবেনা আর যে তার মাস্টারমশায়ের কাছে বকা খাওয়া ! কার ছোট্ট ছোট্ট বকুনির কথা মনে করে সে মুখ ফুলিয়ে কাঁদবে? কার কাছে সে রাগ দেখিয়ে বলবে, " অঙ্কটা করে দাও নইলে আজ বাড়ি যাবোনা!" । কেউ তো আর শুনবেনা তার আবদারগুলো।টিনটিনের কান যেন ভোঁভোঁ করে করে ওঠে।

আজ দশ বছর হয়ে গেল। সে অঙ্ক নিয়ে পড়াশোনা করেনি কিন্তু আজ ও বসার ঘরের টেবিলে অঙ্কের মাস্টারমশায়ের ছবিটা সে রোজ নিজের হাতে পরিষ্কার করে.... এক কণা ধুলোও জমতে দেয়না তাঁর ছবিতে আর স্মৃতিতে।


Rate this content
Log in

More bengali story from Suroshri Paul

Similar bengali story from Drama