অপরিচিত,,,
অপরিচিত,,,
আমার দৃশ্যমান বা অদৃশ্যমান বিষন্নতাগুলো তোমায় ছুঁতে পারবে কিনা জানিনা, যদি ছুঁতে পারে তবে আমি তেমাকে ভীষণ ভালোবাসি। সচরাচর আমরা বাহ্যিক সৌন্দর্যেই মুগ্ধ হই কিন্তু তোমার আচার-আচরণ, সবকিছুতেই তোমার ইতিবাচকতা তোমার সৌন্দর্যকেও ছাড়িয়ে যায়। যা প্রতিবারই আমাকে মুগ্ধ করে।
জানিনা হয়ত এক আকাশ সমান হবে কি না কিন্তু তোমার জন্য আমি অনেকটাই ভালোবাসা সাজিয়ে রেখেছি, তোমাকে কাছে পেলে তা পূর্ণতা পাবে।সামনা সামনি আবারো তোমাকে বলতে চাই, আমি জানি সেটা হবেও না কখনো এটা তুমি আমার তোমার প্রতি দুর্বলতা ভাবতে পার। তাই বলছি আবারো অপরিচিত থেকে খুব বেশি পরিচিত হতে চাই যেন কখনো মনেই না হয় আমি তুমি কখনো অপরিচিত ছিলাম।।
