“
সততা জ্ঞান বা জানা কে দুভাগে প্রয়োগ করা যায় তা হল নিজে সৎ হও এবং অপরের কাছে সৎ থাকো। নিজে সৎ থাকা মানে যেমন অন্তরের দিক দিয়ে পরিষ্কার থাকা এবং অপরের কাছে সৎ থাকা তোমার সততা গুণের পরিচয় বহন করবে। নিজে সৎ থাকলাম অপরের বিষয়ে অসত্য বললাম তা কখনোই সততা নয়। সততা অমর, সততা অক্ষয়। জীবন পথে চলতে গেলে সততা জ্ঞানকে আদর্শ মেনে চলা উচিত।
”