“
মৃত্যু শুধু শারীরিক ভাবে হয় না, মানসিক ভাবে ও হয়, শারীরিক মৃত্যু এই জগৎ থেকে শুধু শরীরের অস্তিত্ব টা মুছে দেয়, কিন্তু মানসিক মৃত্যু, সেই মানুষটির ভেতরের মন, মানুষিকতা, আন্তরিকতা, চরিত্র এবং ব্যক্তিত্ব কে এই জগৎ থেকে মুছে দেয়।
যেটা শারীরিক মৃত্যুর থেকেও অনেক বেশি খারাপ।।
”