“
জীবনের পাতাগুলো একটার পর একটা উল্টাতে হয়... টার্ণ বাই টার্ণ। আমরা চাই বা না চাই। শেষ পৃষ্ঠা আগে পড়ে নিলেই থ্রিলটা আর থাকে না। কারণ প্রথম পাতা থেকে আসলে আমাদের তৈরি করা হয়.. প্রতিবার একটু একটু করে সুখ-দু:খ সব অভিজ্ঞতার মাত্রা বাড়ানো হয়। এটাই জীবন। যেদিন সবটুকু দেখা শেষ... সেদিন টা টা বাই বাই বলে জীবনের ছুটি।
-মুনমুন মুখার্জী
”