“
জীবনে কখনও পাই ব্যাথা কখনও বা আনন্দ
কখনও খুব হাসি
কখনও ঝর্ণার মতন চোখ দিয়ে অশ্রু বেরতে থাকে
কখনও হৃদয়ে এত জোর চোট লাগে
যে মনে হতে থাকে
আর বাঁচতে চাই না
একটা কথা আমাদের মনে রাখতেই হবে
এটাই জীবনের পথ
জীবন কখনও গড়বে কখনও ভাঙ্গবে
তা বলে আত্মহত্যা করে জীবনটাকে শেষ করে দেব না
মনুষ্যত্ব জীবন পাওয়া যায়
ঈশ্বরের দয়ায়
সেটা একেবার শেষ করে দিলে
আর আমরা পাব না।
”