“
"হেরেগেলে থেমে যেওনা।
নতুন ভাবে চলতে শুরু করো,
নতুন একটা পথ অবলম্বন করে কাজ হাসিল করো।
কারণ হেরে যাওয়া তুমিটা হারিয়ে গেলে কেউ খোঁজ রাখবে না কিন্তু সেই তুমি যদি একবার সফল হয়ে যাও তো তোমাকে অবহেলা করা ব্যাক্তিদের উচিত জবাব তুমি দিতে পারবে।"
@প্রনতি
”