“
বন্ধুত্ব মানে অঙ্কুরিত চারাগাছ,এই অঙ্কুরিত চারাগাছ থেকে ফল পেতে হলে চারা গাছটার নিয়মিত যত্ন নিতে হবে,আর যদি শুধুমাত্র বিশেষ কোনো দিনে যত্ন নেন তাহলে দেখবেন কোনো কিছুর অপেক্ষা না করে চারা গাছটি মারা গেছে। আর যদি কোনোক্রমে বেঁচে যায় তা হয় রুক্ষ,শুষ্কতর ফলে তাথেকে ফলে পাওয়ার আশা স্বপ্নাতীত।
”