“
ভগ্নপ্রায় বিষণ্ণ হৃদয় সমস্ত সুন্দরতম সৃজনের ঝর্ণা বয়ে আনে। ব্যথার অন্তস্থল হয়ে ভেসে আসে মধুরতম শব্দমালা। ভেজা চোখের কোণে ধরা দেয় অন্তরঙ্গ প্রকৃতির একান্ত রূপ রস গন্ধ। প্রেমিকার স্মৃতি ভীড়ে কবিতার বন্দরে। আমার তোমার মহান প্রেম কাব্যের জন্ম হয়।
”