“
ভালোবাসা, হল এক প্রবিত্র অনুভূতি, যা কোনো বাঁধা, কোনো নিয়ম মানে না, যা একটু বাধন ছাড়া, আমার অনেকটাই মায়ার জালে আবদ্ধ, ভালোবাসা যার প্রতি হয় সে খুবই প্রিয় হয়ে ওঠে, আর ওই প্রিয় মানুষের প্রতি দায়বদ্ধতা, তাকে ভালো রাখার খুশি তে রাখার, কেয়ার করার দায় বদ্ধতা থাকে, তার মুখের হাসি তোমার কষ্টের ওষুধ হয়ে যায়.
”