STORYMIRROR
অনেকক্ষ...
অনেকক্ষণ ভাবার...
অনেকক্ষণ...
“
অনেকক্ষণ ভাবার পরেও ভাবনাদের অক্ষরে বাঁধতে ব্যর্থ হলাম। বিশেষণের ভিড়ে অনুভূতির কোন্দল; কারণ এত স্মৃতির পাহাড় জমে আছে বুকের ভেতর তাদের কলমে আঁকতে অপারগ। হয়তো শব্দেরা ছিঁড়ে পড়বে; আমি ভেসে যাব ভাবনার উজানে। তার চেয়ে ভালো চুপ থাকা; কয়েকদিনের নীরবতাও বেশী বলে আর পাঁচটা দিনের চেয়ে। তুমি এভাবেই আগলে রেখো আমায় প্রতিটা জন্মে। আমি বারবার যেনো তোমাকেই 'মা' বলে দৌড়ে এসে জড়িয়ে ধরতে পারি।
শুভ মা দি বস্।
”
275
More bengali quote from Akash Karmakar
Download StoryMirror App