STORYMIRROR

Siege Now

Romantic

2  

Siege Now

Romantic

প্রথম দেখা _ অভিশ্রুতি মজুমদার

প্রথম দেখা _ অভিশ্রুতি মজুমদার

1 min
8.5K


প্রথম দেখায় মুগ্ধ হৃদয়.. পারেনি তোমায় জানাতে...

যদি উত্তর খানা "হ্যাঁ " হয়, তবে জীবন টা পারে কাটাতে...


ভিড়ের মাঝে হৃদয় ব্যাকুল,

এই না হয় হারাতে!

অনুপস্থিতির ভাবনা গুলো ভয় পায় তোমায় ছাড়াতে...


ভুল বশত যখনই তাকাই

আমি, নামাই মাথা স্বভাবে...

চুম্বক- মেরু দিক বদলায়....

লোহার বেরির অভাবে.


ভুল বোঝা বুঝি বড্ডো হলো

তুমি, স্রোতের গতি থামালে

কঠোর ছিলে, তবে কেমন করে? প্রেমের পথে হারালে..

আমি ক্ষমার সমুদ্রে ভাসতে গেলে আরষ্ঠতার আড়ালে..

তুমি চোখের ভাষায় বুঝিয়ে দিলে..কিনারায় এসে দাঁড়ালে...


যদি আমরা কখনো ,ঝাপসা হই..অচেনা মুখোশ ভিড়ে,

বুঝে নেব সব দুর্গমতাকে,

তোমায়, খুঁজে নেব শেষ নীরে..


যদি মূর্ঝে পরায় রাগ অভিমান,শোনাবো তোমায় বিদ্রোহী গান...

দুঃখ কষ্ট নিপাত যাবে..

প্রেমের ধারায় মৃন্ময়ী স্নান..


দুর্গম মরু,সহস্র পথ ;

পার করে করে আজ এ প্রান্তরে ;প্রেমের নতুন নাম লেখাবো,সময় খাতায়ে "চিরন্তরে"...

 

ভালোবেসে ভালোবাসবো তোমায়... ভালো, বাসায় বাঁধবো এ অন্তরে....

শুধু পড়লে আমি ,

যদি বাড়াও হাত..

যাত্রায় কথা রাখিবারে...


Rate this content
Log in