Nandita Pal
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2020,2021 - NOMINEE

103
Posts
91
Followers
3
Following

লেখিকা মাল্টি ন্যশ্নাল কোম্পানিতে কলকাতায় চাকরিরতা, দুটি কাব্যগ্রন্থ ধানসিঁড়ি থেকে প্রকাশিত। দেশে বিদেশে থাকার অভিজ্ঞ্তার সাথে সাথে উনি বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত লেখেন

Share with friends

বাধা এলে তাকে কিভাবে কাটিয়ে এগিয়ে যেতে হয় সেদিকে মন দাও, বারবার পিছন ফিরো না। বরং অনেক দূর এগিয়ে তাকিয়ে দেখো 'পেরেছি' মনে হবে।

বাধা এলে তাকে কিভাবে কাটিয়ে এগিয়ে যেতে হয় সেদিকে মন দাও, বারবার পিছন ফিরো না। বরং অনেক দূর এগিয়ে তাকিয়ে দেখো 'পেরেছি' মনে হবে।

সমাজ সর্ব ক্ষণ সাথে সাথে, উপেক্ষা করতে গিয়ে জড়িয়ে পড়ি আরও, একটু যদি আগে যেতে পারি তাকে নিয়ে, গভীর সেই আনন্দ, যুগ যুগান্তর ছাড়িয়ে।

যমের দুয়ারে তোর জন্য কাঁটা, কাঁধে হাত সারা জীবন যার। উড়ে যাক বিপদের পর্দাগুলো তোর। সুখে দুখে যেখানে ই থাকি ভাই আমার।

মনের শিকল বেঁধে কি আর হাওয়ায় ওড়া যায়, মাটিতে থাকতেও বেশ ভারী লাগে প্রতিদিন। আপনজনের হাত ছেড়ে যায় পিছন ফিরে দেখো, নিজেই ভাঙো নিজের অহং বাঁচতে যদি শেখো।

বিলীন হয়ে তুমি অমৃতে, পঞ্চ ভূতে মিলে গেলে নীরবে। আমি রইলাম নদীর পাড়ে একা, স্মৃতির ভারে নুয়ে জলে আকাশ দেখি, চাঁদ উঠেছে পাশে তোমায় নিয়ে দোকা।

এক কাপ কফিতে একরাশ কথা জমে কথার ওপর কথা; আবেগে ঘন, কোথাও বা মেঘ কালো, কোথাও বরফ কথা, তর্কে তোলপাড়। সময় হারিয়ে যায় সীমানা ছাড়িয়ে, সেই কফিতে তোমার সাথে দেখা হিমালয় পেরিয়ে।

বিসর্জনের সুর তখন ও কাটেনি, কোজাগরী চাঁদ আলোর প্লাবনে অনেক চেষ্টা করে একটু হাসি ধরে রাখবার। সেই হেমন্ত বেলায় তোমায় বিদায় দিতে উত্তুরে হাওয়ায় শরীর কাঁপে, মন থরথর নীরব সকালের শিশিরের মত। তোমার চলে যাওয়া সে যে বহুদিনের একটা বসত তছনছ হয়ে যাওয়া। আমি তোমার আশায় বসে পথ গুনি, যখন ছাতিমের ফুল একনাগাড়ে বৃষ্টি হয়ে ঝরে।

জগত সংসার ধারন করেছে যে মা, ঝড় ঝঞ্ঝায় আগলে রেখেছে খুঁটিনাটি দৈনন্দিন নির্বিকার। অন্তরের আলোয় যে সাজায় সন্তানের মনের বিকাশ। দুর্গম পর্বত পেরোতে পিছপা নয়, জ্ঞানের আলো নিয়ে হে সর্ব শিখরে পৌঁছে যায়। তার নরম দৃষ্টিতে অনেক কথা যায় বলা। সেই নারী, যে পুরুষের সাথে এক ই ছন্দে পৌঁছতে চায় অমৃতলোকে।


Feed

Library

Write

Notification
Profile