“
বিসর্জনের সুর তখন ও কাটেনি, কোজাগরী চাঁদ আলোর প্লাবনে অনেক চেষ্টা করে একটু হাসি ধরে রাখবার। সেই হেমন্ত বেলায় তোমায় বিদায় দিতে উত্তুরে হাওয়ায় শরীর কাঁপে, মন থরথর নীরব সকালের শিশিরের মত। তোমার চলে যাওয়া সে যে বহুদিনের একটা বসত তছনছ হয়ে যাওয়া। আমি তোমার আশায় বসে পথ গুনি, যখন ছাতিমের ফুল একনাগাড়ে বৃষ্টি হয়ে ঝরে।
”