STORYMIRROR

#Brother - Sister Memories

SEE WINNERS

Share with friends

রাখী বন্ধনের আনন্দ উৎসব এসে গেছে। এই দিনটায় শুধু ভাই ও বোনের মধ্যে যে সুন্দর সম্পর্ক তার বন্ধন কে পরিচিতি দেওয়া হয় না। এর পাশাপাশি এই উৎসব আসা মানেই দরজা খুলে যায় আরো একের পর এক উৎসবের। আর "বচপন কি ইয়াদে" ছাড়া আর কি ভালো উপায় আছে যার সাহায্যে এই সুন্দর উৎসব কে উদযাপন করা যায়। 

এই আনন্দ উৎসবের মুহূর্তে আসুন আমাদের ভাই বোনদের কেন্দ্র করে যে সমস্ত ভালো স্মৃতি আছে তাদের ঝাঁপি খোলা যাক স্টোরি মিরর আয়োজিত " ব্রাদার্স সিস্টার মেমোরিজ" এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাই এই সুযোগ হাতছাড়া না করে আসুন মেতে উঠুন এই উৎসবের শুভ উদযাপনে। 

থিম :

টিভি রিমোট নিয়ে লড়াই 

উল্টোপাল্টা ডাকনাম দিয়ে একে অপরকে ডাকা

দুজনের মধ্যে কেউ পরীক্ষায় বেশী নাম্বার পেলে 

রাখী বন্ধনের মিষ্টি উৎসবের আনন্দ

একসাথে দুজনে খেলতে বসা

একে অপরের সাথে মজা করা 

লুকিয়ে চুরিয়ে একে অন্যের খাওয়ার খেয়ে নেওয়া 

একে অপরকে সমর্থন করা

নিয়ম :

প্রতিযোগীদের শুধুমাত্র রাখী বন্ধনের উৎসবের জন্য দেওয়া থিম গুলোর উপরেই লেখা দিতে হবে। প্রতিযোগীদের তাদের নিজস্ব লেখা জমা করতে হবে। প্রতিযোগীরা যতো ইচ্ছে লেখা জমা দিতে পারেন কোন শব্দ সীমা বা সংখ্যা সীমা নেই। প্রতিযোগিতার লিংক ছাড়া মেলে কোনো লেখা বা হার্ড কপি তে কোনো লেখা জমা নেওয়া হবে না ।প্রতিযোগিতার কোনো প্রবেশ মূল্য নেই।

বিভাগ : গল্প, কবিতা 

ভাষা - ইংরেজি,হিন্দি,তামিল, মালয়ালম মারাঠী,গুজরাটি,ওড়িয়া,তেলেগু এবং বাংলা

পুরস্কার :

সবথেকে ভালো ৩০ টি লেখা জুরি চয়েজ এওয়ার্ড পুরস্কার জিতবে প্রত্যেক ভাষায় এবং বিভাগে আর স্টোরি মিরর এর তরফ থেকে একটি ই বুকে সেগুলি প্রকাশিত হবে ।তারা একটি ডিজিট্যাল প্রশংসা পত্র পাবেন। লেখার গুণমান আমাদের এডিটরিয়াল দল নির্ধারণ করবেন 

সেরা পাঁচটি কন্টেট যেগুলো পাঠকদের থেকে বেশী মনোযোগ পাবে (লাইক এবং কমেন্ট এর মাধ্যমে) সেগুলো বিখ্যাত রাইটার অ্যাওয়ার্ড পাবে প্রত্যেক ভাষার প্রত্যেক বিভাগে এবং ১৪৯ টাকার একটি ডিসকাউন্ট ভাউচার আর প্রশংসাপত্র পাবে। সমস্ত প্রতিযোগী একটি অংশগ্রহনকারী প্রশংসা পত্র পাবে।