STORYMIRROR

# Word Play 4

SEE WINNERS

Share with friends

শব্দ খেলা লেখা প্রতিযোগিতা

 

সূচনাঃ

শব্দ খেলাঃ ওপরের ব্যানার থেকে একটি শব্দ বেছে নিন

 

"লিখে ফেলুন আপনার আত্মায় নির্লিপ্ত গল্পগুলো।"

 

স্টোরিমিরর একটি নতুন লেখন প্রতিযোগিতা নিয়ে এসেছে আপনার ভিতরের লেখক টিকে চ্যালেঞ্জ করার জন্য। নিয়মাবলী খুব সহজঃ একটি কবিতা বা গল্প লিখতে হবে ওপরের ব্যানার থেকে একটি বা অধিক শব্দ নিয়ে

 

নিয়মাবলিঃ

. বেছে নেওয়া শব্দ টি লেখা টাইটল করা যাবে না

. গল্প বা কবিতা তে ব্যানারে দেওয়া যেকোনো একটি শব্দ বা এক অর্থের অন্য শব্দ থাকা বাঞ্ছনীয়

. প্রতি দিন রাত ১২ টায় আমরা নতুন শব্দ দেব

. ব্যানারে শব্দ গুলো হবে লেখার থিম

. প্রতি টি শব্দ খেলা দিন চলবে

. কবিতা গল্পের যেকোনো ধরণ গ্রহণ হবে

. যেকোনো জনরে লিখতে পারেন

. শুধু মাত্র প্রতিযোগিতা লিংক থেকে লেখা সাবমিট করতে হবে

. লেখা মৌলিকতা আবশ্যক

১০. যত ইচ্ছা লেখা জমা দিতে পারবেন

১১. স্টোরিমিররে আগে জমা দেওয়া লেখা সাবমিট করলে চলবে না

১২. আমাদের নির্বাচন সকলের উপর বাধ্যতামূলক হবে

১৩. আর্টিকেল বা প্রবন্ধ পাঠাবেন না

 

পুরস্কারঃ

. প্রথম জন বিজয়ী ৫০০ টাকা করে পাবে। যদিও সর্বনিম্ন টি লেখা জমা দিলে তবেই সে পুরষ্কার পাওয়ার যোগ্যতা অর্জন করবে। সম্পাদকের রেটিং, ভিউ লাইক এর উপর বিজয়ী নির্ধারিত হবে

. প্রতি টি শব্দ খেলা য় যে বিজয়ী হবে সে স্টোরি মিরর শপের ২৫০ টাকা ভাউচার পাবে

. সর্বশ্রেষ্ঠ লেখা টি সোশ্যাল মিডিয়া য় প্রচার করা হবে

. প্রথম ১০ টি শ্রেষ্ঠ লেখা প্রশংসাপত্র পাবে

. সর্বশ্রেষ্ঠ লেখা গুলি কে নিয়ে একটি বুক প্রকাশিত হবে

. সম্পাদকের রেটিং, ভিউ লাইক এর উপর বিজয়ী নির্ধারিত হবে

 

যোগ্যতাঃ

 জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত চলবে

নং শব্দ খেলা 10 লা জুন থেকে 12 রা জুন পর্যন্ত চলবে

ফলাফল প্রকাশিত হবে 29 জুন

লাইক আর ভীউ 28 ই জুন পর্যন্ত গণনা করা হবে

 

 

ভাষাঃ হিন্দি, গুজরাতি, মারাঠি, ওড়িয়া, বাংলা, ইংরেজি

লেখা ধরণঃ কবিতা/গল্প

কন্ট্যাক্ট করুনঃ  marketing@storymirror.com / 022-49240082 / 022-49243888