STORYMIRROR

# 31 Days: 31 Writing Prompts: Day 10

SEE WINNERS

Share with friends

৩১ দিন: ৩১ টি প্রম্প্ট: দিন ১0

 

সূচনা:

 

উপরের ব্যানারের ছবিটি এই প্রতিযোগিতার বিষয়বস্তু

 

“একটি ছবি অশেষ শব্দ ব্যক্ত করে।”

 

আপনাদের অনুরোধে স্টোরিমিরর নিয়ে এসেছে দৈনিক লেখার প্রম্পটস্ - একটি অনবদ্য প্রচেষ্টা আপনার সাহিত্যিক দিকটিকে তুলে ধরতে সাহায্য করার জন্য। নিয়মাবলী খুবই সাধারণ - একটি গল্প বা কবিতা লিখতে হবে উপরের ছবির উপরে ভিত্তি করে। নিজের চিন্তাকে ডানা মেলতে দিন ও সৃজনশীলতাকে স্বাধীনভাবে উড়তে দিন।

 

নিয়ম:

১. আপনাকে ছবির বর্ননা করতে হবে না, ছবি টির উপর অনুপ্রানিত কিছু লিখতে হবে

২. রোজ রাত ১২ টায় আমরা একটি নতুন প্রম্পট পাবলিশ করব

৩. ব্যানারে থাকা ছবিটি ই হবে প্রম্পট

৪. প্রতিটি প্রম্পট ৪৮ ঘন্টার জন্য সক্রিয় থাকবে

৫. কবিতা ও কাহিনীর সকল ধরণ গ্রহনযোগ্য হবে

৬. জনরের ওপর কোন বাধ্যকতা নেই

৭. শুধুমাত্র প্রতিযোগীতার লিংকে ই লেখা জমা দিতে হবে

৮. লেখার মৌলিকতা আবশ্যক

৯. যত ইচ্ছা লেখা জমা দিতে পারেন

১০. স্টোরিমিররে আগে জমা দেওয়া লেখা আর জমা দেওয়া যাবেনা

১১. আমাদের ঘোষনা করা ফলাফল বাধ্যতামূলক সকল প্রতিযোগীর উপর

১২. রচনা বা আরটিকল জমা দেওয়া যাবেনা

 

পুরস্কার:

১. প্রথম তিন বিজেতা ৫০০ টাকা করে পাবে। অবশ্য ন্যূনতম ১৫ টি প্রমপটে অংশগ্রহন করা বাধ্যতামূলক। বিজেতা নির্ধারিত হবে এডিটরের স্কোর, ভিউ ও লাইকের সংখ্যার উপর ভিত্তি করে

২. সবচেয়ে ভালো কবিতা বা গল্প পাবে স্টোরিমিরর শপের গিফ্ট ভাউচার ২৫০ টাকার। shop.storymirror.com সেটি রিডিম করা যাবে

৩. সবচেয়ে ভালো গল্প ও কবিতা স্টোরিমিররের সোশাল মিডিয়ায় ফিচার হবে

৪. প্রথম সেরা  ১০ টি লেখা সারটিফিকেট পাবে

৫. মে মাসে পাওয়া সেরা গল্প ও কবিতা নিয়ে একটি ই বুক প্রকাশিত হবে

৬. বিজয়ী নির্বাচিত হবে অডিটর স্কোর, ভিউ ও লাইকের সংখ্যার উপর ভিত্তি করে

 

যোগ্যতা:

 

মে ১ তারিখ থেকে জুন ১ তারিখ পর্যন্ত চলবে প্রতিযোগীতাটি

 

প্রম্পটি ১0 চলবে  ১0লা মে থেকে ১১রা মে পর্যন্ত

প্রম্পটের ১0 ফলাফল - ২ই মে

লাইকস আর কমেন্টস ২0ই মে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত গণনা করা হবে

 

ভাষা: বাংলা, হিন্দি, গুজরাতি, মারাঠী, ওড়িয়া, ইংরিজি

ধরণ: কবিতা/ গল্প

যোগাযোগ: marketing.storymirror.com / 022-49240082 / 022-49243888