প্রেমিক প্রেমিকাদের ভালবাসার মতো কবি-লেখকরাও তো প্রেমে পড়ে নিজস্ব সৃষ্টির কাছে । বাধা পড়ে নিজস্ব ভাবনার কাছে । শুধুই কি প্রেমিক প্রেমিকারা ভালবাসার বিশিষ্ট দিনগুলো উৎযাপন করবে ! আসলে ভালবাসার কোনও নির্দিষ্ট দিনকাল নেই । আসুন ভালবাসার মাসে যারা একজন আরেকজনের কাছে পৌঁছাতে চায়, সময় কাটাতে অনেকটা স্বাধীনভাবে, তাদের ঘোরে থেকে টানা একটা মাস ভালবাসার কথা লিখে যাই । আর ঘৃণা এবং হিংসার কথা ভুলে থাকি । নিজেদের সৃষ্টিকথার মাধ্যমে পৃথিবী এবং সমাজে কিছুটা পরিবর্তন আনি । আপনাদের লেখায় পৌঁছে যাক পাঠকদের হৃদয়ে এবং তারাও আপনার সৃষ্টিকথা নিয়ে ডুবে থাকুক দিনরাত । যাপন করুক আপনার লেখা ভালবাসার লেখায় ।
গল্প / কবিতা লেখার বিষয়গুলো নিচে দিলাম -
(১) রোজ ডে
(২) প্রোপোজ ডে
(৩) চকোলেট ডে
(৪) টেডি ডে
(৫) প্রমিস ডে
(৬) হাগ ডে
(৭) কিস ডে
(৮) ভ্যালেন্টাইন্স ডে
নিয়মাবলী:
1 গল্প বা কবিতাটি আলোচ্য বিষয় হিসাবে শিরোনাম হওয়া উচিত নয় ।
2 প্রত্যেকটি বিষয়ের ওপর ন্যূনতম ১টি লেখা গল্প / কবিতা জমা করা বাঞ্ছনীয় । যেকোনো বিষয়ের ওপর একের অধিক গল্প / কবিতা জমা করা যাবে ।
3 বিষয়গুলো মাথায় রেখে মোট ১০টি কবিতা / গল্প জমা করতে হবে ফেব্রুয়ারী মাসে । কবিতার ন্যূনতম ১৪ লাইন বাঞ্ছনীয় এবং গল্পের ক্ষেত্রে শব্দ সংখ্যা হতে হবে ১২০০ থেকে ১৫০০ এর মধ্যে ।
4 সমস্ত কবিতা এবং গল্প গ্রহণ করা হবে । ঘরানার উপর কোনও বিধিনিষেধ নেই ।
5 ইমেইলে কোনও গল্প / কবিতা নেওয়া হয় না । গল্প / কবিতা অবশ্যই প্রতিযোগিতার লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে ।
6 অংশগ্রহণকারীদের তাদের মূল কবিতা / গল্প জমা দিতে হবে।
7 ইতিমধ্যে https://storymirror.com এ জমা দেওয়া গল্প / কবিতা আবার জমা দেওয়া উচিত নয়।
8 স্টোরিমিরারের সিদ্ধান্ত চূড়ান্ত এবং সমস্ত অংশগ্রহণকারীদের জন্য বাধ্যতামূলক হবে
9 নিবন্ধ / প্রবন্ধ জমা দেওয়ার জন্য অনুমোদিত নয়।
পুরস্কার:
1 সমস্ত নিয়ম মেনে প্রতিযোগিতার বিষয়গুলো নিয়ে গল্প বা কবিতা জমা দেওয়া সমস্ত লেখকরা স্টোরি মিরর থেকে ই-বুক এবং স্টোরিমিরর ট্রফি পাবেন ।
2 দয়া করে নোট করুন, সরবরাহিত বিষয়গুলো কঠোরভাবে অনুসরণ করা দরকার ।
3 সমস্ত অংশগ্রহণকারীদের একটি অংশগ্রহণের শংসাপত্র দেওয়া হবে।
নির্বাচিত হবার যোগ্যতা : প্রতিযোগিতাটি ১ থেকে ২৯ ফেব্রুয়ারী, ২০২০ পর্যন্ত চলবে।
ই-বুক এবং স্টোরিমিরর ট্রফির জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত অংশগ্রহণকারীদের তালিকা ২০২০ সালের ২০ মার্চে ঘোষণা করা হবে
ভাষা: বাংলা