Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

#A Writing Contest with a TWIST - Season 2

SEE WINNERS

Share with friends

স্টোরিমিরর ফিরে এসেছে লেখার প্রতিযোগীতার একটি দ্বিতীয় সিজন নিয়ে

আমরা আপনাকে আমন্ত্রন জানাচ্ছি হোস্টেল এর উপর একটি ছোট গল্প লিখতে এবং পুরস্কার হিসেবে আপনি জিততে পারেন ৪১০০০ টাকা, কিন্তু এখানে একটা মজা আছে সেটা হলো আপনার লেখা ছোট গল্পটি যেন স্টোরি মিরর থেকে প্রকাশিত হওয়া বই "A (Really) Stolen Election" এর সিক্যুয়েল হয়।

কী করে আপনি এটা করবেন?

স্টোরি মিরর থেকে প্রকাশিত হওয়া “A (Really) Stolen Election” বইটি প্রথমে পড়ুন। সংগ্রহ করার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করুন।

বইটি পাওয়া যাবে :- https://amzn.to/3AeXdIc

গল্পের প্লট এবং চরিত্র গুলিকে বুঝুন তারপর মূল গল্প থেকে একটি বা তার বেশী চরিত্র কে নিয়ে আপনি আপনার ছোটগল্পটি তৈরি করুন। গল্প লেখার সময় আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার লেখা গল্পটি যেন মূল গল্পের একটি সিকুয়েল হয়।

প্রতিযোগিতার পুরস্কার

সবথেকে ভালো যে গল্পটি হবে সেটি পুরস্কার পাবে।যাতে আপনার লেখা পুরস্কার এর জন্য নির্বাচিত হয় তার জন্য আপনাকে মূল গল্পের থেকে এক বা একাধিক চরিত্র গ্রহন করতে হবে এবং অবশ্যই “A (Really) Stolen Election”নামাঙ্কিত গল্পের একটি সিকুয়েল হতে হবে। স্টোরি মিররের বিচারকরা আপনার লেখার গুণমান বিচার করে সেটি প্রতিযোগিতা পাঠানোর যোগ্য কিনা সেটি বিচার করে দেখবেন।

পুরস্কার গুলি হলো

প্রথম পুরস্কার :- স্টোরি মিররের তরফ থেকে ১০০০০ হাজার টাকার একটি ক্যাশ প্রাইজ এবং একটি সার্টিফিকেট।

দ্বিতীয় পুরস্কার :- ৮০০০ টাকার ক্যাশ প্রাইজ এবং স্টোরি মিরর এর তরফ থেকে সার্টিফিকেট।

তৃতীয় পুরস্কার :- ৫০০০ টাকা এবং স্টোরি মিররের তরফ থেকে একটি সার্টিফিকেট

চতুর্থ পুরস্কার :- ৩০০০ টাকা এবং স্টোরি মিরর এর তরফ থেকে একটি সার্টিফিকেট

প্রথমে আপনাকে https://amzn.to/3AeXdIc. এই লিংকে গিয়ে “A (Really) Stolen Election,” এই বইটি সংগ্রহ করে পড়তে হবে।

তারপর এই গল্পের পরবর্তী অংশ হিসেবে একটি সিকুয়াল আপনাকে লিখতে হবে গল্পের এক বা একাধিক চরিত্র কে নিয়ে ।

সমস্ত ভারতীয় নাগরিকরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র যারা স্টোরিমিরর এর সাথে যুক্ত এবং “A (Really) Stolen Election” বইটির লেখক তারা পারবেন না।

ইংরেজি, হিন্দী, মারাঠী, গুজরাটি, ওড়িয়া, বাংলা,মালয়ালম, তেলেগু ,তামিল, কানাড়া সব ভাষায় লেখা পাঠানো যাবে।

সবথেকে কম শব্দ সংখ্যা হলো ৫০০ । লেখক কে নিজের লেখা নিজেই লিখতে হবে ।দুই বা তিনজনের সাথে লিখলে হবে না। লেখক কে স্টোরি মিরর এর মধ্যেই লেখা জমা দিতে হবে।

ভাষা : লেখা জমা দেওয়া যাবে নিম্নলিখিত ভাষা গুলিতে - ইংরেজি, হিন্দী, মারাঠী, গুজরাটি, ওড়িয়া, বাংলা,মালয়ালম, তেলেগু ,তামিল, কানাড়া সব ভাষায় লেখা পাঠানো যাবে।

প্রতিযোগিতা শুরু হবে : ২৯ সেপ্টেম্বর ,২০২২

প্রতিযোগিতা শেষ হবে : ২৯ ডিসেম্বর, ২০২২

লেখার ধরন : গল্প

ফলাফল : ১৫ই ফেব্রুয়ারি ,২০২৩