“
তুমি যার জন্য অপেক্ষা করবে সে তোমার অপেক্ষাকে হ্যাংলামো ভাববে।
তুমি যার জন্য অপরিসীম চিন্তা করবে, সে তোমার চিন্তাটা দেখে মজা পাবে।
আর তুমি যাকে অকৃত্রিম ভালোবাসবে, সে তোমার মনটাকে দুমড়ে মুচড়ে লাথি মেরে ফেলে দেবে!
তাই নিজের জন্য ভাবো অথবা নির্দিষ্ট একজনের জন্য এসব গুলো কোরো না, করলে অনেকের জন্য করো।
কারণ অনেকের আঘাতের চেয়ে একজনের আঘাতের চিহ্ন বেশি স্পষ্ট থাকে।
”