“
তুমি ছিলে বলেই এ যাত্রায় বেঁচে গেলাম, না তো!কে এই ঝুক্বি ঝামেলা নিতো বলতে পারো।
কেমন তুমি বলার আগেই সব বুঝে যাও!
তুমিই তো প্রথম কথা বলতে শিখিয়ে ছিলে মা।আর ভয় পেলে জরিয়ে ধরে বলতে আমি তো আছি!!
অন্ধকার সিড়িটা যখন দৌড়ে পেড়োতাম, তুমি বলতে ভয় পাবিনা, অন্ধকার শেষে মা দাঁড়িয়ে থাকে..
আজ খুব বলতে ইচ্ছা করছে,
You are my hero 'maa'
”