“
"সুদের ঘরে সুখ খুঁজতে নেই—
যেখানে প্রতিটা হাসির পেছনে লেখা থাকে হিসেবের কড়চা!
সেখানে আজ যা আনন্দ মনে হয়,
কাল তা ফেরত দিতে হয় কষ্টের কিস্তিতে।
সুদ জীবন থেকে একটু একটু করে সুখ কেটে নেয় সুদে আসলে,
শেষে রেখে যায় শুধু হিসেব আর হাহাকার।"
— কারিমা রিনথী
”