“
স্বপ্নে তুমি
চোখেতে চোখ রেখে স্বপ্ন দেখি অনেক,
তোমার সাথে সময় বলতে মনে পড়ে কয়েক।
হাতের মধ্যে হাত নিয়ে হেঁটেছি অনেক পথ,
স্বপ্ন পূরণে তোমার সাথে আমি একমত।
দুঃখ যতই আসুক জীবনে,ছেড়ে দেব না হাত,
আমি যখন ক্লান্ত হব, এগিয়ে দিও তোমার কাঁধ।
মন চায় তোমায় ছুঁতে মন খারাপের রাতে,
কান্না পেলে মন চেয়েছে জড়িয়ে ধরতে দু-হাতে।
”