“
মিথ্যের আশ্রয় নিলে মুষ্টিমেয় পরিচিত মানুষের ভালোবাসা ও জীবনে সাময়িক আনন্দ পাওয়া যায়, তবে অন্তিম জীবন দুর্বিষহ হয়ে ওঠে। কিন্তু সত্যের পথে চললে প্রারম্ভিক জীবন কণ্টকাকীর্ণ হলেও অন্তিম পর্বে ঠিক সুখশান্তির দেখা মেলে। কারণ সত্যনিষ্ঠের পাশে দুনিয়া না থাকলেও মাথার ওপর স্বয়ং মহাকাল সদা বিরাজমান।।
"সত্যম শিবম সুন্দরম"
”