“
কবিতা : আমার ভাষা
কলমে: প্রতিমা ভট্টাচার্য মন্ডল
ভাষা আমার মিষ্টি বাংলা
জন্ম থেকে যা আমার শেখা।
ভাষা যে আমার মায়ের মত,
ভীষণ প্রিয় ভীষণ আপন।
বাংলা ভাষা মধুর বচন,
শুনে ভরে যায় মন প্রাণ।
অন্য ভাষা শুনে ক্লান্ত হলে,
বাংলা ভাষা স্বস্তি আনে।
তোমার জন্য লড়াই কতো,
কত রক্তর বলিদান ।
তোমার সন্মান, অস্তিত্ব,
বজায় রাখতে কতো,
ভাই হয়েছে শহীদ জোয়ান।
তার পর এসেছে ২১ ফেব্রুয়ারি
আমাদের স্বৃকীত ভা
”