“
জীবন কোনো গন্তব্য নয়, এটি এক অন্তহীন যাত্রা যেখানে পথই দর্শন।
যে নিজেকে প্রশ্ন করতে জানে, সে-ই সত্যের দিকে প্রথম পদক্ষেপ ফেলে।
চিন্তার স্বাধীনতাই আত্মার প্রথম মুক্তি।
অস্তিত্বের সৌন্দর্য এই যে, প্রতিটি ভাঙনই এক নতুন জন্মের আহ্বান।
- অভিজিৎ হালদার
”