“
"গোটা পৃথিবীর সঙ্গে একা লড়াই করে যখন আপনি বিধ্বস্ত তখন যদি কেউ বলে চিন্তা করোনা আমি বা আমরা তোমার পাশে আছি সেই মুহুর্তে আপনার কাছে তার বা তাদের স্তোত্র বাক্য একটা প্রহসন এবং ডাহা মিথ্যে কথা মনে হবে,কারণ আপনি জানেন আপনার পাশে কেউ ছিলনা কেউ নেই কেউ থাকবেও না। তাই নিজেকে নিজেই সাহস জোগাতে হবে"।
”