“ভালোবাসা মানে আবেগের পাগলামি,
ভালোবাসা মানে কিছুটা দুস্টুমী।”
“ভালোবাসা পাওয়ার চাইতে,
ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।”
হয়তো পৃথিবীর কাছে
তুমি কিছুই না…
কিন্তু কারো কাছে
তুমিই তার পৃথিবী…
“পাখিরা বাসা বাধে লতা পাতা দিয়ে,
আর মানুষ বাধে ভালবাসা দিয়ে।”
সব কিছু হঠাৎ করে থেমে গেল,
কোথাও নেই কারো আনাগোনা
বেড়ে যাচ্ছে ভয়, বেড়ে যাচ্ছে শঙ্কা,
কারণ মৃত্যুর সময়টা অজানা।
কিছু ভাললাগা প্রকাশ করতে নেই,
কিছু ভালবাসা অপ্রকাশ্যই সুন্দর ।
কিছু ভুল ভুলে যেতে নেই-
ভুলে যেতে নেই কিছু কথা আর স্মৃত্মি ।
আমার রক্তে অন্ধকার ,
আমি চাই সে আলোকিত হোক ,
হোক সে দ্বন্দময় মানুষের ইতিহাস
আমি চাই সে অগ্নিময় হোক।
আজ চখে জল আর
মুখে হাসি।
আমি কি করে বোঝাবো
তোমাকে কতটা ভালোবাসি।
আমার শুধু ইচ্ছে করে
সঙ্গে বসে থাকি ।
হঠাৎ করে তোমার গায়ে
গোপনে হাত রাখি ।