হাসি ঠাট্টায় সময় বয়ে যায়... আরও বেশি করে মন তবু চায়, শঙ্খবেলায় মেঘের আড়ালে শশী যেন দেখ কলঙ্ক লুকায়, রক্তমাংসের শরীরে ভস্মীভূত হৃদয়, পাঁজাকোলা করে তবু চলতে হয়..... অভিমান জমাট বেঁধে দলা হয়, তবুও আসেনা দহন বারতা.......