ভালোবেসে তোমায়,
আমি ভুলে গেছি আমায়!!!!!
কঠিন সময় যে কাটে না
সুখের সময় যে আসে না
এই দুইয়ের মাঝে হারিয়ে যায় মনের ঠিকানা
মনে পড়ছে নদীর পাশে আমার ছোট্ট বাড়ির কথা
ফেলে আসা সবকিছুর মনে পড়ে কি আমার কথা!!
জীবনের কঠিন সময়ে সুখের মুহূর্তগুলোকে অবলম্বন করে এগিয়ে যেতে হয়
কেমন আছো শরীর ঠিক আছে তো, গলার আওয়াজ যে কেমন একটা শুনছি?
না, কেউ নিলো না
আমার মনের খবর,
হয়ত সময়ের আস্তরণে ঢাকা পরে যায়
কিন্তু প্রিয়োজনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত মনের গভীরে থেকে যায়