জীবন যুদ্ধে সদর্থক শব্দ মূল্যহীন
ভালোবাসার প্রলোভনে ধ্বংস করেছ তুমি তোমার যৌবনতা।।
তোমার হাতের ছোঁয়ায় এনে দাও বর্ষার মরশুম।।
এ যাত্রা সে দিন শেষ হবে
যে দিন তোমার আমার মিলন হবে।।
করুনার ছলে আমার হৃদয়ে
না জানি তুমি করেছ কি?
আমাতে আমি নেই যেন তোমাতে হারিয়ে গেছি।।
জীবন হল নৌকার মতো
দুধারে হাল চালিয়ে সমান এগিয়ে যেতে হয়।।
এক থালায় ভাত খাওয়া দুই ভাই আজ ভিরেছে ধর্মের যুদ্ধে।।
ভবিষ্যত বানাতে গিয়ে সখা
ঠেলে দিচ্ছ
বর্তমানের সুখ...
যখন মন ভাঙ্গার অনেক কষ্টের পরিস্থিতি
বলা যায় না কাউকেই ,
তখন মনকে শান্তি দেয় একমাত্র একটা
ছেঁড়া ডাইরির পাতাতেই।