ভালবাসার আজ হিসেব করতে শিখে গেছে- তারা বোঝে শুধু ধন-সম্পদ, দামী গাড়ী-বাড়ি- প্রকৃত ভালবাসা তাই পথ বদলে রূপকথার দেশে দিয়েছে পাড়ি। সুলতা দাশ।
কষ্টের আঁধারে যখন মন ঢেকে যায় বেদনা তখন অশ্রু হয়ে নামে চোখের পাতায়, ব্যাথারা আলপনা এঁকে দিয়ে যায় মনে, স্মৃতির পাতা উল্টে আমি তখন সুখ খুঁজি আনমনে। সুলতা দাশ।
ক্ষুধা নিবারণে রোদে পুড়ে- জলে ভিজে কাজ করতে আমারও কষ্ট হয়। তোমরা উপলব্ধি করো না সে কথা, কারণ তোমাদের চোখে ‘গরীব’ আমার একমাত্র পরিচয়। সুলতা দাশ।
কাগজে বধূহত্যা আর ধর্ষণের খবর পড়ে আঁতকে উঠে ভাবি- এমন নৃশংস কাজ মানুষ করতে পারে নাকি! দুদিন শোরগোল-আন্দোলন মোমবাতি মিছিল, অবশেষে আইনের যাঁতাকলে ফাইলের নীচে চাপা পড়ে কেস হয়ে যায় বন্ধ বা শিথিল। সুলতা দাশ।
মনের মাঝে রোজই ওঠে কত যে মন খারাপের উথাল পাথাল ঢেউ, কেউ জানে না তার কথা- খবর রাখে না তার কেউ। মনের মাঝে উথলে উঠে নীরবে মনের মাঝেই তা মিলিয়ে যায়, মুখের হাসির ফল্গুধারায় সবাই বাইরের সুখী মানুষটিকেই দেখতে পায়। সুলতা দাশ।
উন্নতির নেশায় ছুটছো তুমি জীবন আজ বড় দ্রুতগামী। ছুটতে ছুটতে হারিয়েছো সব- সুখ,শান্তি,নিকট সম্পর্ক- যা ছিল তোমার নিজের যা ছিল আসলে অমূল্য। সুলতা দাশ।