"এপারের ভার ঢের হলো জানাশোনা, ওপারের কিছু হয় নি তো মোর জানা... হে প্রিয় রাত্রি এসো ঘোরতর গরিমায়, তুলে নিয়ে যাও অজানা অকূল দরিয়ায়...."
“ আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর। বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর ”
'চুমিয়া যেও তুমি, আমার বনভূমি, দখিন সাগরের সমীরণ... যে শুভক্ষণে মম, আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ...'
"নাই বা ডাকো, রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরিব না এইবারে, বসব তোমার পথের ধুলার 'পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে, তোমার ত্বরে যে জন গাঁথে মালা, গানের কুসুম জুগিয়ে দেব তারে..."