@anishri-s-epilogue

Anishri's Epilogue
Literary Captain
AUTHOR OF THE YEAR 2021 - NOMINEE

59
Posts
2
Followers
1
Following

I'm Anishri's and I love to read StoryMirror contents.

Share with friends

'ডাকিলে মোরে জাগার সাথী... প্রাণের মাঝে বিভাষ বাজে... প্রভাত হোলো আঁধার রাতি...'

‘যারে হাত দিয়ে মালা দিতে পার নাই কেন মনে রাখ তারে ভুলে যাও তারে ভুলে যাও একেবারে’

নাই চিনিলে আমায় তুমি রইবো আধেক চেনা চাঁদ কি জানে কোথায় ফোটে চাঁদনী রাতের হেনা...

না পাওয়ার দুঃখে দুঃখী হওয়ার চেয়ে কিছু পাওয়ার সুখে সুখী হওয়াই শ্রেয়

"এপারের ভার ঢের হলো জানাশোনা, ওপারের কিছু হয় নি তো মোর জানা... হে প্রিয় রাত্রি এসো ঘোরতর গরিমায়, তুলে নিয়ে যাও অজানা অকূল দরিয়ায়...."

“ আসিবে তুমি জানি প্রিয় আনন্দে বনে বসন্ত এলো ভুবন হল সরসা, প্রিয়-দরশা, মনোহর। বনানতে পবন অশান্ত হল তাই কোকিল কুহরে, ঝরে গিরি নির্ঝরিণী ঝর ঝর ”

'চুমিয়া যেও তুমি, আমার বনভূমি, দখিন সাগরের সমীরণ... যে শুভক্ষণে মম, আসিবে প্রিয়তম, ডাকিবে নাম ধরে অকারণ...'

"নাই বা ডাকো, রইব তোমার দ্বারে, মুখ ফিরালে ফিরিব না এইবারে, বসব তোমার পথের ধুলার 'পরে, এড়িয়ে আমায় চলবে কেমন করে, তোমার ত্বরে যে জন গাঁথে মালা, গানের কুসুম জুগিয়ে দেব তারে..."

"নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল... ফুল নেব না অশ্রু নেব, ভেবে হই আকুল... ফুল যদি নিই তোমার হাতে, জল রবে গো নয়ন পাতে... অশ্রু নিলে ফুটবে না প্রেমের মুকুল..."


Feed

Library

Write

Notification
Profile