সত্যের নামে মিথ্যেরা বাসা বাঁধে।
সত্য মিথ্যা দুপিঠ বলে কি সাধে??
©® শম্পা সাহা
নিজেকে বাঁধনে বাঁধো বাকি সব থাক পড়ে খোলা!
তুমি আমি কেউ নই, আসা যাওয়া সময়ের খেলা!
©® শম্পা সাহা
চোখে চোখ রেখে কথা বলো।
সে লড়াই হোক বা প্রেম!
চোখ লুকোলে আসলে তুমি মন লুকোতে চাইছো!
©® শম্পা সাহা
বোঝোনি কখনো ভালোবাসা কতখানি!
নিষ্ঠুর তুমি এই তো সত্যি জানি।
সে জানা ভুল যে প্রমাণের দায় নিয়ে,
ভালোবাসা প্রেম অনাবিল দিই ছড়িয়ে।
©® শম্পা সাহা
বোঝায় বোঝে না হৃদয়ের ভার!
হ
বোঝায় বোঝে না হৃদয়ের ভার!
হৃদয়ে প্রেমের সাগর অপাড়,
সে সাগরে ডুবে ভাসা তো নেই,
এ বোঝা বোঝে যে,সে মন কই?
©® শম্পা সাহা