আপনার কর্ম আপনার ভাগ্য নির্ধারণ করবে ।।
তাই কর্ম করুন ভেবেচিন্তে ।
সাহস অনেক সময় ভাগ্যকেও হার মানায় ।
ভোরাই
অনেক সময় ছোট্ট
একটা অনুপ্রেরণা
জীবনের স্তম্ভ হয়ে দাঁড়ায় ।
সুনন্দা
একাকীত্ব মাঝে মাঝে
বুঝিয়ে দেয়
তোমার মধ্যে
ঠিক কতখানি শক্তি আছে ।
সুনন্দা
অন্যের ভালো করতে গেলে
মাঝে মাঝে নিজের ক্ষতি
করতে হয়।।
সুনন্দা
উৎপাদকতা যতদিন থাকবে অর্থাৎ কোনো কিছু সৃষ্টির ক্ষমতা যতদিন
থাকবে ততদিন তুমি
জানবে তুমি মূল্যবান।
সুনন্দা
কখনো কখনো সাহসের
কাছে ক্ষমতা হেরে যায় ।
সুনন্দা
যেকোনো কাজের ক্ষেত্রে
উদ্যম চরম পর্যায়ে থাকা প্রয়োজন ।।
সুনন্দা
মানসিক বৃদ্ধি মাঝে মাঝে
একাকীত্বের কারণ
হয়ে দাঁড়ায়।।
✍️সুনন্দা