মোহন দাস (বিষাক্ত কবি)
Literary Captain
AUTHOR OF THE YEAR 2021 - NOMINEE

60
পোস্ট্স
100
অনুসরণ
2
ফলোয়িং

মোহন দাস একজন কবি, গল্পকার এবং সম্পাদক । জন্ম ১৯৯৬ সালের ২ রা নভেম্বর । বাবা ভুবন দাস মা কাজল দাস । নদিয়া জেলার চাকদহ শহরের বাসিন্দা । জয়কৃষ্ণপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক ও ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন, চাকদহ কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স নিয়ে বি.এ পাশ করেন । সেই সঙ্গে... Read more

বন্ধুদের সাথে ভাগাভাগি করা

প্রেম চাই না আমি শুধু চাই নেশার মতন তুমি আমার স্নায়ুতে মিশে যাও...

আজ হোক চোখে চোখে প্রেম, মনে মনেই হোক কথা বলা বলি । তুমি শ্রাবনে বৃষ্টির ছাট হয়ে এসো; আর মাঝ রাতে কাব্যের কথা কলি ।

আজ হোক চোখে চোখে প্রেম, মনে মনেই হোক কথা বলা বলি । তুমি শ্রাবনে বৃষ্টির ছাট হয়ে এসো; আর মাঝ রাতে কাব্যের কথা কলি ।

যাদের খোঁজ নিলো না কেউ যাদের ঘরে জ্বললো না বাতি হে প্রভু তাঁদেরই জীবনে ঢেউ তারা খসা রাত্রি অনেক ভাল

খুঁজবো তোকে হারাস যতই মুখোশের আড়ালে শূন্যতায় হঠাৎ করেই হাত ছুঁয়ে দেবো চুপটি করে থাকিস পূর্ণতায় ।


ফিড

লাইব্রেরি

লিখুন

প্রজ্ঞাপন
প্রোফাইল