হাওয়ার আঁচড় বারবার ,
ছায়ার পাশে পাশে কুয়াশা ঢেকেছে আবার ৷
হেঁটে যাওয়া রাস্তা বহুদূর ----------
কোলাহল ফেলে;
আর যা কিছু সবটা লেখা ছিল
মনের দেয়ালে ৷
.......Riya Roy
খোলা আকাশের জানলার ধার,
বইছে অপার ৷
রঙীন সুতোয় জড়িয়ে তখন বিকেল ,
আর মেঘ সাথে করে,
হঠাত্ সময় থমকে যায় ভাবনার
কিছু অক্ষরে ৷
.....Riya Roy