শিকাগো ধর্ম সম্মেলনে দিয়েছিলে ডাক, সকল বিশ্ববাসী সেদিন দিয়েছিল সাড়া। শিখিয়েছিলে জীবসেবা ঈশ্বর সেবার সমান, স্বামী বিবেকানন্দের বাণী আজও ভুলিনি মোরা ।
সিমলের দত্তবাড়ির দুরন্ত সেই ছেলে, নরেন্দ্রনাথ নাম ছিল তাঁর, ডাক নামটি বিলে । বিবেকানন্দ নামে তিনি বিশ্ব করেন জয় । হিন্দু ধর্ম প্রচারে রাখেন বিশেষ পরিচয় ॥ দীক্ষা দিলেন পরমহংস, প্রধান শিষ্য তাঁর, বীর সন্ন্যাসী, প্রণাম জানাই শ্রীচরণে তোমার ॥
রাতের ওড়না গেল সরে। কুহেলীকাবরণ উন্মোচিত করে, দেখা দিল স্ফটিকের মতো স্বচ্ছ, সুন্দর এক সকাল। আমি দেখলাম মুগ্ধ দুই নয়ন মেলে।
জাতির কপালে রক্তিম ললাটিকা, আনো নব আশা, জয়ের উল্লাস, অন্ধ তামস ঘুচাও, সমৃদ্ধি আনো, আলোর সাথে , আনো নব আশ্বাস ।।
জাতির কপালে রক্তিম ললাটিকা, আনো নব আশা, জয়ের উল্লাস, অন্ধ তামস ঘুচাও, সমৃদ্ধি আনো, আলোর সাথে , আনো নব আশ্বাস ।।
সারেগামাপাধানী সাত সুরে গাই গান। সুরে সুর লাগে না তো, এ যে বড় জ্বালাতন ॥ রোজই তবু গেয়ে যাই আলাপ আর বন্দিশ। তবু যেন মনে হয় বেসুরো অহর্নিশ।
সারেগামাপাধানী সাত সুরে গাই গান। সুরে সুর লাগে না তো, এ যে বড় জ্বালাতন ॥ রোজই তবু গেয়ে যাই আলাপ আর বন্দিশ। তবু যেন মনে হয় বেসুরো অহর্নিশ।
যাত্রা করেছি সেই প্রভাত বেলায়, এখনো তো না ফুরাল পথ। পশ্চিমের পথে এগিয়ে চলেছে ওই — অস্তগামী সূর্যের রথ ।