কিছু চিন্তা, কিছু ভাবনা, কিছু না বলা মনের কথা
ফেলে আসা দিনের শেষে নিজেকে শেষবারের মত খুঁজে নেওয়ার চেষ্টা, শেষবারের মত নিজের অস্তিত্ব কে এক পলকের জন্য অনুভব করার চেষ্টা। জানি, আর ফিরবে না এই দিন, এই সময়, এই মুহূর্ত। তবু চাইলেও কি ছেড়ে আসা যায়? চাইলেও কি শেষ স্মৃতি মুছে ফেলা যায়?