এক আকাশ সমান অভিমান নিয়ে বসেছিলাম আমি,
অভিমান ভাঙাওনি তুমি,
রাগটা যে তোমার কাছে ভীষন দামি।
শিপ্রা চক্রবর্তী
নিত্যদিনের নিত্যজীবন লেখে
দীর্ঘ ইতিহাস,
শুধু ইতিহাসের পৃষ্ঠা ভরে
রয়ে যায় দীর্ঘনিঃশ্বাস।
❤শিপ্রা চক্রবর্তী❤
মন কেমনের নির্জন দুপুরে জীর্ন স্মৃতিরা দেয় উঁকি,
এক পসলা বৃষ্টি নিয়ে আসে ঠিকানাবিহীন উড়ো চিঠি।
উদাসী মন চায় নির্জন দুপুর,
প্রেমহীন জীবন বড়ই বেদনাবিধুর।
ভালোবাসা নয় পাপ!
ভালোবাসা নয় ভুল!
ভালোবাসা হলো হৃদয় কাননে ফোটা
সদ্য পারিজাত ফুল।
এক আকাশ ভালোবাসা নিয়ে বেঁধে ছিলাম বুক,
সুখের হাওয়া লাগেনি পালে বয়ে এনেছে শত সহস্র দুখ।
মন আয়নার কাঁচ আজ আর নেই স্বচ্ছ,
সেখানে ফোটেনা আর তোমার প্রতিচ্ছবি।
দুটো পথে ভাগ হয়ে গেছে আমাদের জীবন,
আমি এখন শুধুই তোমার প্রাক্তন।
হৃদয় সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে
পড়ছে তীরে,
ভেসে যাচ্ছে ভালোবাসা দিয়ে গড়া খেলাঘর
প্রবল স্রোতের তোড়ে।
তুমি আমার জীবনের প্রথম এবং শেষ প্রেম,
আজও তোমার স্মৃতিতে রঙিন আমার হৃদয় আবেগের ফ্রেম।