আমি লেখালেখি করে আনন্দ পাই। ছোটো থেকেই লেখার ঝোঁক। তবে ধারাবাহিক ভাবে একটানা লিখছি এই কয়েক বছর। দেশ, আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল সহ সব প্রতিষ্ঠিত পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে। আমার একটি ঐতিহাসিক উপন্যাস জীবক সম্প্রতি বই হিসেবে আত্মপ্রকাশ করেছে।
Share with friendsNo Poem contents submitted.