বৃষ্টিস্নাত দিনান্তে এক স্নিগ্ধ,শীতল হাওয়া কেমনে জানি মিটিয়ে দেয় সকল চাওয়া-পাওয়া; এক লহমায় মিলিয়ে যায় সকল দুঃখ-কষ্ট, মন তো তাই চিরকালই বৃষ্টির দ্বারা তুষ্ট।। - শুভশ্রী রক্ষিত
যতই প্রমাণ করোনা কেন বন্ধুরা তোমায় বোঝে, মন ও জানে দিনের শেষে সে শুধুই মাকে খোঁজে। যতই রাগ,মান-অভিমান হোক না মায়ের সাথে, সকল দুঃখ ভোলাবার ক্ষমতা একমাত্র "মা"ই রাখে। শুভশ্রী
বিচিত্র এই কল্পনাময় পৃথিবীতে মানুষ রয়েছে কত, তাদের মধ্যে কেউ কি হবে আমার মনের মতো? মানবে কি কেউ আমার দেওয়া অগোছালো সব শর্ত? চাইবে কি কেউ খুঁজতে আপ্রাণ আমার কবিতার অর্থ? শুভশ্রী রক্ষিত