মামুনুর রশীদ রাজ ১৯৯১ সালের ১৫ অক্টোবর ঢাকার সাভার হেমায়েতপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সর্বশেষ ২০১৯ সালে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে সফলতার সাথে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেল জিটিভির সংবাদ উপস্থাপক। তাঁর লেখা... Read more
মামুনুর রশীদ রাজ ১৯৯১ সালের ১৫ অক্টোবর ঢাকার সাভার হেমায়েতপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সর্বশেষ ২০১৯ সালে ইউরোপিয়ান ইউনিভার্সিটি থেকে সফলতার সাথে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশের স্বনামধন্য টিভি চ্যানেল জিটিভির সংবাদ উপস্থাপক। তাঁর লেখা কবিতাগুলো খুবই হৃদয়স্পর্শী ও ব্যতিক্রমধর্মী। বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৩ এ তিনি কবি সম্মাননা স্বারকে ভূষিত হন। এছাড়াও নবসাহিত্য প্রকাশনী ও মৌমাছি প্রকাশনী থেকে লেখালেখিতে একাধিক সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট অর্জন করেছেন। তাঁর লেখা একশতরও বেশি কবিতার এক সম্ভার বিদ্যমান। কবির বেশিরভাগ লেখা জীবনধর্মী, সামাজিক চেতনাবোধের, ঠাঁই পেয়েছে প্রেম বিরহও। নবসাহিত্য প্রকাশনী থেকে তাঁর যৌথ কবিতার বই "শতকাব্য-১", "শতরূপে শত কাব্য", "চৌষট্টি জেলার কবির কবিতা" ও "হাজার কবির হাজার কবিতা" প্রকাশিত হয়েছে। এছাড়া মৌমাছি প্রকাশনী থেকে " আমার ভাষায় আমার কাব্য " যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে। স্টোরি মিররে তাঁর বেশ কিছু কবিতা প্রকাশ পেয়েছে এবং সম্মাননা সার্টিফিকেট অর্জন করেছেন। Read less