বিশ্বাস ভঙ্গের কোনো ক্ষমা হয় না।
নিম্নমানের এবং নিম্নরুচির মানুষের থেকে সততার প্রত্যাশা করা মূর্খতা।
অন্যের ক্ষতি করে কেউ সুখী হতে পারে না।
প্রকৃতির অদ্ভুত রচনা হচ্ছে নারী;
তাই তো নারীর অপর নাম কল্যাণময়ী...
প্রকৃতির অদ্ভুত রচনা হচ্ছে নারী;
তাই তো নারীর অপর নাম কল্যাণময়ী...
একজন নারীই পারে জীবনের ঘন তমসা কাটিয়ে
পুনরায় নিজেকে জীবন স্রোতে ফিরিয়ে আনতে।
উৎপদকতা বন্ধ হয়ে গেলে,সকল কাজই বন্ধ হয়ে যাবে।
ভয় কে জয় করা যায় তখনই,
যখন সাহস সঞ্চিত হয় আমাদের মনে।
উদ্যম থাকলে কঠিন কাজও কঠিন নয়,
সোজা'ই হয়।