আমার বসন্ত বিদায় নিয়েছে অনেক কাল হলো। আমি এক্ষণ কালবৈশাখীর ঝড়ে মিশে। হঠাৎ করে ভেসে আসে কালো মেঘের দল আর ভাসিয়ে যায় সব। আমি এক্ষণ পূর্ণিমা নয় অমাবস্যা ভালবাসি আমি আলো নয় অন্ধকারে আছি। আমি পিছিয়ে এসেছি, ফিরিয়ে দিয়েছি, তুমি ভালো থেকো আমি দূরে আছি। আজ ও ভালোবাসি। শুধু বলবো আজও ভালোবাসি।
আমি যদি কবি হই তোমায় নিয়ে কাব্যি করবো সারাজীবন। আমি তোমার সাথে হারাবো আমার সপ্নের শহরে কল্পনায়। ❤️🥀