জীবনের ঘাটে প্রতিদিন বসে হাট,
কিছু কান্না, কিছু হাসি নিয়ে চলে অবিরত বেঁচে থাকার প্রচেষ্টা। এখানে প্রতিনিয়ত বিশ্বাস আর ভালোবাসার হয় কেনাবেচা।
একলা ঘর, একলা আমি
সাথে মুঠোফোন আর অবহেলিত হেডফোন
একাকীত্বের প্রহর জুড়ে তোমার অবাধ বিচরণ
আজ আমি যে শুধুই তোমার প্রাক্তন।।