কখনো কখনো কিছু ঘটনা ঘটা খুব জরুরী, আর যখন যেটা ঘটছে সেটাকে ইনজয় করা আরো জরুরি। কখনো হাসা জরুরি, তো কখনো কাঁদাও জরুরি। কখনো কখনো কিছু কথা ভুলে যাওয়া জরুরি, আবার কখনো কিছু কথা মনে রাখাও জরুরী। কারন কিছু বছর পর যখন আমরা পিছনে ফেলে আসা সময়টার দিকে ফিরে তাকাবো তখন মনে হবে, যা কিছু হয়েছে সেটা ঘটা জরুরি ছিল। @মিশু