মেঘের গর্জনে হৃদয় নিঃশব্দে ভাঙছে - সেকি যন্ত্রনা!
তুমি কি শুনতে পাচ্ছো আমার হৃদয়ের আর্তনাদ ?
পরো জনমে তুমি হবে আমি, আর আমি হব তুমি !
আমি হব তোমার প্রাণসখা তুমি হবে আমার সারথী !
নীল সাগরে বিষের ছোবল
লাল কমলে ঊষ্ণ তরল,
ডুব দিতে চাই তোমার গহীনে
মৃত্যু ভয় নেই মননে।
নীল সাগরে বিষের ছোবল
লাল কমলে ঊষ্ণ তরল,
ডুব দিতে চাই তোমার গহীনে
মৃত্যুর ভয় নেই মননে।
তব উষ্ণ শ্বাস বায়ুতে মম শরীরের সুগন্ধ ,
তব ভেজা গোলাপ ওষ্ঠে মিশে আছে
মম শরীরের বিষাক্ত নিকোটিনের লালা।
ভয় হয় তব শরীরে মম বিষাক্ত বিষ !