ভালোবাসাহীন বাঁচা শিখেছি
ত্রিদীপা
আমি তাকে ছাড়া মরে যাই
সে আমাকে ছাড়া বাঁচা শিখে গেছে - ত্রিদীপা
রক্ত যতই ঘন হোক,
সম্পর্ক না পালন হলে,
তা জল হয়ে যায়-ত্রিদীপা
মুখ দিয়ে যত মিথ্যে বলো না কেন,চোখ সত্যিটা বলে দেয়
ত্রিদীপা
আকাশে উড়ে যায় ডানা,
দেহ মাটিতেই বসে যায় - ত্রিদীপা
বিরাট ভালোবাসা আমাদের
ক্ষুদ্র বানিয়ে ফেলে - ত্রিদীপা
শরীরে কাম জমে গেলে
প্রেমে ঘূণ ধরে যায় - ত্রিদীপা
সব ছেড়ে এসেছি
শুধু নিজেকে ধরার জন্য !
ত্রিদীপা মজুমদার
আলোর কোনো ছায়া নেই
অন্ধকারের কোনো আলো নেই
ত্রিদীপা মজুমদার